জাগ্রত সিলেট ডেস্ক :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, হুমকি-ধমকি দিয়ে সাধারণ জনগণের প্রতীক ট্রাকের বিজয় ঠেকানো যাবে না। আমার পোস্টার-ব্যানার ছিড়ে ফেলছেন, আমার কর্মীদের হুমকি দিচ্ছেন, সাধারণ জনগণকে বিভ্রান্ত করছেন ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য। এসব করে কোনো লাভ হবে না। জনগণ এবার ভোটকেন্দ্রে গিয়ে ট্রাক প্রতীকের বিজয় নিশ্চিত করবে।
বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বৈরাগী বাজারে নিজের ট্রাক প্রতীকের নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।
ডা. দুলাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্পষ্ট করে বলেছেন- স্বতন্ত্র প্রার্থীদের প্রচার কাজে বাধা দেয়া যাবে না। স্বতন্ত্র প্রার্থীরা তাদের জনপ্রিয়তায় বিজয়ী হয়ে এলে আওয়ামী লীগ তাদের গ্রহণ করবে। সুতরাং গুজব আর বিভ্রান্তির সুযোগ নেই এবার। সবাই নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিন। কেউ এতে বাধা প্রদান করলে প্রশাসনকে অবগত করুন।
এর আগে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজারে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহিদ, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তা, সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল জব্বার জলিল, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন চন্দ্র পাল, আব্দুল মালিক মানিক মিয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, যুক্তরাজ্য প্রবাসী আনসার আলী, এ কে এম কাওসার, সাবেক ইউপি সদস্য আব্দুল করিম, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ জুবেরী সাদ প্রমুখ।
Leave a Reply