দোয়ারাবাজার প্রতিনিধি :: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাধারণ ও পেশাজীবী মানুষের মাঝে লিফলেট বিতরণ করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলনের নির্দেশনায় ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল বারীর সার্বিক তত্ত্বাবধানে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
এসময় এবারের নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে জনগণকে ভোট বর্জনের আহ্বান জানান উপজেলা বিএনপির নেতাকর্মীরা। বিভিন্ন পেশাজীবী ও পথচারীদের ভোট বর্জনের আহ্বান জানিয়ে দোয়ারাবাজারের বিভিন্ন সড়ক ও এলাকায় লিফলেট বিতরণ করেন তারা। পরে দোয়রাবাজার কামারপট্রিতে বিএনপির স্থায়ী কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সভায় নির্বাচন বর্জনের আহ্বান জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন বিএনপি নেতা লায়েক হোসেন, কৃষকদল নেতা মো. হোসেন ও যুবদল নেতা দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন মনজুরুল আলম, জাকির হোসেন, মতিউর রহমান, মেহেদী, শাহ্ আলম, মিজান, সাইফুল, বাহার, জামাল কাউয়ুম, লুৎফুরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply