কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বুধবার রাতে কুলাউড়া-রবিরবাজার সড়কের আমতলাবাজার বাজারের নর্তন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী মাহমুদ।
নিহত কলেজছাত্রের নাম রেদোয়ানুল ইসলাম রাফি। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের হারিছ মিয়ার ছেলে ও লংলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
আহতরা হলেন, সিএনজিচালিত অটোরিকশার চালক জয়নাল মিয়া (৪০), অটোরিকশার যাত্রী পৃথিমপাশা ইউনিয়নের ব্যাংকার সালাউদ্দীন (৩০) ও টিলাগাঁও ইউনিয়নের সালন গ্রামের ননি দে (৫০)।
ওসি মো. আলী মাহমুদ জানান, ট্রাক্টর-অটোরিকশার মধ্যে সংঘর্ষ ঘটে। এ ঘটনায় আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে গেছেন।
Leave a Reply