নিজস্ব প্রতিবেদক :: সিলেটে রেলগাড়ি ও রেললাইনে বিশেষ নিরাপত্তা দিতে কার্যক্রম শুরু করেছে র্যাব-৯।
সম্প্রতি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে রেললাইন ও রেলে নাশকতার ঘটনার পর এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলস্টেশনে প্রেস ব্রিফিংকালে এমন তথ্য জানিয়েছেন র্যাব-৯ এর অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক।
ব্রিফিংকালে তিনি বলেন, র্যাব-৯ এর আওতাধীন সিলেট বিভাগের চার জেলা- সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার রেলস্টেশনগুলোতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিয়মিতভাবে রোবাস্ট পেট্রোল পরিচালনা করা হচ্ছে। নাশকতাকারীরা যাতে কোনো প্রকার দাহ্য পদার্থ ও বিস্ফোরকদ্রব্য কিংবা অবৈধ মালামাল বহন করতে না পারে তার জন্য এ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।
র্যাব-৯ অধিনায়ক আরও বলেন, রেলের যাত্রীদের নিরাপত্তার অংশ হিসেবে রেলস্টেশন এবং বিভিন্ন রেলে র্যাব-৯ এর বোম্ব ডিসপোজাল ইউনিট নিয়মিত সুইপিং কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি স্টেশনগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি করা হচ্ছে।
প্রেস ব্রিফিং শেষে সিলেট স্টেশনে অপেক্ষমান ট্রেনে এবং প্লাটফর্মে র্যাব-৯ এর বোম্ব ডিসপোজাল ইউনিট সুইপিং কার্যক্রম পরিচালনা করে।
Leave a Reply