মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে চা-বাগানে বেড়াতে গিয়ে ট্রাকের চাপায় তানিশা আক্তার (৫) নামে এক শিশু নিহত হয়েছে। সে মাধবপুর পৌরসভার আলাকপুর এলাকার সৌদি আরব প্রবাসী উজ্জ্বল মিয়ার মেয়ে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা-বাগানের কিবরিয়াবাদ ও সাতছড়ির মধ্যবর্তী স্থানে চুনারুঘাট থেকে দ্রুতগতিতে আসা একটি বালুবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-০৭৬৯) পরিবারের সাথে চা-বাগানে ঘুরতে আসা তানিশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনিক দেব এর নেতৃত্বে পুলিশের একটি দল ট্রাকটিকে ধাওয়া করলে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।
মাধবপুর থানার অফিসার ইনিচার্জ (ওসি) রকিবুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে।
Leave a Reply