সুনামগঞ্জ প্রতিনিধি :: পারিবারিক কলহের জেরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের মুজিব পল্লীতে স্বামীর রডের আঘাতে স্ত্রী নাজিরা আক্তার (২৭) নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দুই সন্তানের জননী নাজিরা আক্তারের মৃতদেহ উদ্ধার করেছে।
মঙ্গলবার রাত ৯টায় উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের বাঘমারা মুজিব পল্লিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার পাঁচহিস্যা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়,পারিবারিক বিষয় নিয়ে স্বামী দেলোয়ার হোসেন তার স্ত্রী নাজিরা আক্তারের সঙ্গে ঝগড়ার পর তার হাতে থাকা লোহার রড দিয়ে আঘাত করে। এসময় গুরুতর জখমপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন নাজিরা আক্তার। সংবাদ পেয়ে বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত দেলোয়ারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply