মাধবপুর প্রতিনিধি :: দ্বিতীয়বারের মতো হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মাধবপুর থানার ওসি মো. রকিবুল ইসলাম খান।
জানা যায়, মাদক, সন্ত্রাস দমন, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ২য়বারের মতো পুরস্কারের অভিন্ন মানদণ্ডে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন তিনি।
বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ হবিগঞ্জ কর্তৃক আয়োজিত পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলির নিকট থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা স্মারক ও ক্রেস্ট গ্রহণ করেন মাধবপুর থানার ওসি. মো রকিবুল ইসলাম খান।
মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি। এ সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে ২০২৩ বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় জেলার সেরা পুলিশ অফিসারদের পুরস্কৃত করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খলিলুর রহমান, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তীসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে আগত অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।
Leave a Reply