মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন চৌধুরী জালালউদ্দিন মুর্শেদ।
সভায় জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা, ৩টি পৌরসভা, ৬৭টি ইউনিয়ন ও ২২৮টি ওয়ার্ডে (পৌরসভাসহ) ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়েসী শিশু ২৭ হাজার ৬২৪জন, ১২-১৫ মাস বয়েসী শিশু ২ লক্ষ ১৯ হাজার ২৯৬জন ও ৬-৫৯ বয়েসী ২ লক্ষ ৪৬ হাজার ৯২০ জন শিশু এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জেলার মোট ১৬৮৮টি কেন্দ্রে ৭৩০জন সুপারভাইজার, ৩৩৬৮জন স্বেচ্ছাসেবক ও ৪০৯৮ জন কর্মী এই ক্যাম্পেইনে কাজ করবে।
সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডা. মুরাদে আলম ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ।
মতামত ও বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, আকমল হোসেন নিপু, সৈয়দ মহসীন পারভেজ, মু. ইমাদ উদ্দিন, হাসানাত কামাল, এম এ হামিদ প্রমুখ।
Leave a Reply