জাগ্রত সিলেট ডেস্ক :: ইমাম প্রশিক্ষণ একাডেমি ঢাকার পরিচালক কৃষিবিদ আনিসুজ্জামান সিকদার বলেছেন, সরকার ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে খুবই আন্তরিক। দেশের সাড়ে তিন লাখ মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের স্বাবলম্বী করতে সরকার ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠন করে সেখান থেকে বিনা সুদে উদ্যোক্তা ঋণ দিচ্ছে।
শনিবার নগরীর ইমাম প্রশিক্ষণ একাডেমিতে সাত জেলার ইমামদের ৪৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলা ছাড়াও কিশোরগঞ্জ, ভ্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলার নির্বাচিত ১০০ ইমাম অংশ নিচ্ছেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ আনিসুজ্জামান আরও বলেন, দেশের লাখো মসজিদের মিম্বর থেকে প্রতি শুক্রবার জুমার বয়ানে শান্তি ও সম্প্রীতির বাণী পৌঁছে দিচ্ছেন ইমাম ও খতিবরা। তারা সরকারের লোকাল ডেভেলপমেন্ট এজেন্ট হিসেবে কাজ করে যাচ্ছেন।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার উপ-পরিচালক আনোয়ারুল কাদির। সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী ইমামদের মধ্যে বক্তব্য দেন মাওলানা রইছ উদ্দিন।
সভাপতির বক্তব্যে ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় দেশের ৭৪ হাজার মসজিদে গণশিক্ষা কার্যক্রম চালু করে কোমলমতি শিশুদের মনে দ্বীনি শিক্ষার বুনিয়াদ গড়ে দেওয়া হচ্ছে। তিনি ধীরে ধীরে দেশের সব মসজিদে গণশিক্ষা কার্যক্রম চালুর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
Leave a Reply