শাবিপ্রবি প্রতিনিধি :: জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে সিন্যাপ্সের প্রকাশিত র্যাংকিংয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে উঠে এসেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। সম্প্রতি সিন্যাপ্সের প্রকাশিত ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
এ তালিকায় দেশের শীর্ষ অবস্থানে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), দ্বিতীয় অবস্থানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), তৃতীয় অবস্থানে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
এতে ১৭ ধাপ এগিয়ে ৩ হাজার ৬৩১ রেটিং নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে শাবিপ্রবি। অন্যদিকে ৩১ ধাপ এগিয়ে ৩ হাজার ৯৯৯ রেটিং নিয়ে প্রথম অবস্থানে আছে ঢাবি।
র্যাংকিংয়ের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে- ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ও মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
Leave a Reply