জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বৃহস্পতিবার বড়লেখা ও জুড়ী উপজেলায় প্রার্থীরা মনোনয়ন ফরম জমা দেন।
বড়লেখা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দুপুরে বড়লেখা উপজেলার নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সঞ্জিত কুমার চন্দের নিকট মনোনয়ন জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন।
এদিকে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে’র নিকট মনোনয়ন ফরম জমা দেন তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমদ।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি সাংবাদিকদের বলেন, ষষ্ঠবারের মতো আমাকে এই আসনে নৌকার মাঝি মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই আসনের মানুষ আবারও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি।
Leave a Reply