নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর সুবিদ বাজার এলাকা থেকে বিএনপি ও যুবদলের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল তাদের আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহর আলী শেখ।
আটককৃতরা হলেন- মহানগর যুবদল নেতা জামাল আহমদ খান ও ৫ নং ওয়ার্ড বিএনপি নেতা শাকিল আহমদ।
এর আগে বুধবার সন্ধ্যায় সিলেটে মশাল মিছিল থেকে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে আটক করে পুলিশ। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর ঝর্ণারপাড় এলাকার কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক চার নেতাকর্মী হলেন- মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালেহ আহমদ, কর্মী ওয়াহিদ আহমদ ও রেদুয়ান আহমদ।
Leave a Reply