বিশ্বনাথ প্রতিনিধি :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে পদত্যাগ না করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইসির সঙ্গে অনেকটা চ্যালেঞ্জ করে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান।
বুধবার বিকেলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসারের কাছে তার ছেলে আদনান মুহিবের মাধ্যমে এ মনোনয়নপত্র জমা দেন।
পদে থেকে চেয়ারম্যান মেয়ররা নির্বাচন করতে পারবেন না- ইসির এমন নির্দেশনা থাকলেও তিনি পদে থেকেই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসির ওই নির্দেশনাকে তিনি অনেকটা চ্যালেঞ্জ করে এ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে তার বাসার সামনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় ও সুধী সমাবেশে তিনি নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্যের প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
সভায় স্বতন্ত্র এই প্রার্থী বলেন, পৌরসভার পরিধি অনেকটা সীমিত। ইচ্ছা থাকলেও অনেক কাজ করা যায় না। তাই আমি ক্ষমতা বাড়াতে সিদ্ধান্ত নিয়েছি আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করব। যদিও মেয়র পদ না ছেড়ে নির্বাচনে অংশগ্রহণ করা আমার জন্য চ্যালেঞ্জের ব্যাপার। ইসি বলেছেন চেয়ারম্যান মেয়ররা পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে হবে। আমি সেই চ্যালেঞ্জ নিতে চাই। কারণ অতীতে অনেক চেয়ারম্যান মেয়ররা পদত্যাগ না করেই নির্বাচন করেছেন। তাহলে পদে থেকে আমি কেন নির্বাচন করতে পারব না বলে প্রশ্ন তুলে ধরেন।
তিনি আরও বলেন, আমি মনোনয়ন জমা দিলে রিটার্নিং অফিসার সেই মনোনয়ন বাতিল করবেন; কিন্তু আমি উচ্চ আদালতে (হাইকোর্টে) গিয়ে আপিল করব। আর এই আপিলের জন্য আমার আইনজীবীও প্রস্তুত করে রেখেছি।
প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সঙ্গে মতবিনিময় ও সুধী সমাবেশে উপস্থিত ছিলেন- বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলী, সহ-সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, যুগ্ম সম্পাদক শুকরান আহমেদ রানা, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম খায়ের ও আক্তার আহমদ সাহেদ, সুধীজনের মধ্যে ওয়ারিছ খান, আব্দুল গফফার উমরাহ মিয়া, জহুর আলী, বারাম উদ্দিন, মুহিবুর রহমান বাচ্চু, আব্দুল ছালিক, মুহিব উদ্দিন, আব্দুশ শহিদ মেম্বার, সাবিনা উয়াসমিন, রাসনা বেগম, লাকী বেগম প্রমুখ।
Leave a Reply