ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক :: জাফলংয়ে আবারও বেপরোয়া হয়ে ওঠেছে বালুখেকো চক্র। অবৈধভাবে বালু উত্তোলনের কারণে লন্ডভন্ড হচ্ছে দেশের অন্যতম এ পর্যটন স্পটটি। বালুখেকোরা শ্যালো মেশিন ও পে-লোডারের মাধ্যমে প্রতিদিন লুট করছে কয়েক লক্ষাধিক টাকার বালু। এতে মারাত্মক হুমকির মুখে পড়েছে পরিবেশ। স্থানীয় প্রভাবশালীদের তান্ডবে বিরাণভূমিতে পরিণত হচ্ছে প্রকৃতিকন্যা খ্যাত জাফলং।
সূত্র বলছে, স্থানীয় প্রভাবশালীরা জাফলংয়ে দীর্ঘদিন ধরে বালু লুটপাটের মহোৎসবে মেতে ওঠেছে। প্রতিদিন তারা শত শত ট্রাক দিয়ে বিভিন্ন স্থানে মজুদ করছে লুট করা বালু।
প্রশাসনের অভিযানেও থামছে না বালুখেকোদের ধ্বংসলীলা। তবে রহস্যজনক কারণে নীরব রয়েছে পরিবেশ অধিদপ্তর।
এদিকে অবৈধ শ্যালো মেশিন ও পে-লোডারের শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। বালুখেকোদের এমন তান্ডব থেকে জাফলংকে বাঁচাতে বিভিন্ন সময়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি দিয়েছেন স্থানীয়রা। এমনকি সংবাদ সম্মেলন করেও বালুখেকোদের অপকর্ম তুলে ধরেছেন তারা। তবুও বেপরোয়া প্রভাবশালী এ চক্রটি।
জানা গেছে, জাফলংয়ে নিষিদ্ধ জোন থেকে বালু লুটের মহোৎসবে নেতৃত্ব দিচ্ছে একটি চক্র। স্থানীয়ভাবে প্রভাবশালী এ চক্রটি জাফলং জিরো পয়েন্ট ও মন্দিরের জোন এলাকা থেকে অবৈধভাবে শ্যালো মেশিন ও পে-লোডার দিয়ে বালু উত্তোলন করে আসছে। এই চক্রের মাধ্যমে প্রতিদিন কয়েক লক্ষাধিক টাকার বালু লুট হচ্ছে। তাদের বেপরোয়া তান্ডবে পর্যটন স্পট জাফলং লন্ডভন্ড হয়ে যাচ্ছে। চরম হুমকির মুখে পড়ছে পরিবেশ।
স্থানীয়রা জানান, বালুখেকো চক্রের নেতৃত্বে প্রতিদিনই তাদের নিয়োজিত বাহিনী মহড়া দিয়ে থাকে। এতে চরম আতঙ্কে থাকেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবাদ করলে হুমকি-ধমকিও দেওয়া হয়। মিথ্যা অভিযোগে জড়ানো হয় মামলায়।
জানা গেছে, বেশ কয়েক বছর আগে জাফলং পর্যটন স্পট, পাথর ও বালুমহালসহ প্রায় ১২ কিলোমিটার এলাকাকে পরিবেশ সংকটাপন্ন বা ইসিএ জোন হিসেবে চিহ্নিত করে ওই এলাকা থেকে বালু ও পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করে উচ্চ আদালত। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বালুখেকো চক্রের সদস্যরা প্রতিদিন অবাধে বালু লুট করে নিয়ে যাচ্ছে। মাঝে-মধ্যে প্রশাসন অভিযান চালালেও তা কাজে আসছে না।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) সাহিদুর রহমান বলেন, আমরা যখনই সংবাদ পাই তখনই অভিযান পরিচালনা করে থাকি।পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলনকারীদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হয়।
Leave a Reply