ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে লড়বেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত দুই নেতা এহতেশামুল হক চৌধুরী দুলাল ও আবদুর রকিব মন্টু। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এমপির সামনে নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। উদ্ভূত পরিস্থিতিতে তার জন্য বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছেন ডামি প্রার্থীরা। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব এহতেশামুল হক চৌধুরীও।
মনোনয়নবঞ্চিত এসব স্বতন্ত্র প্রার্থী তৃণমূল পর্যায়ে নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন। নির্বাচন করলে তারাই জিতবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন তারা।
এদিকে, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী দুলাল এবার এ আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন পেয়েছেন ২০২১ সালের উপনির্বাচনে এ আসনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
প্রার্থী হওয়ার বিষয়ে জানতে এহতেশামুল হক চৌধুরী দুলালকে ফোন করেও পাওয়া যায়নি। তবে আবদুর রকিব মন্টু বলেন, ১৫ বছর এলাকায় কাজ করছি। বাকি জীবনটুকুও মানুষের সঙ্গে কাটাতে চাই। আর তাই এ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছি।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে একাধিকবার মোবাইল ফোনে কল দিলেও তিনি ধরেননি।
Leave a Reply