হবিগঞ্জ প্রতিনিধি :: বিয়ের মাত্র আট মাসের মাথায় হবিগঞ্জের নজরুল ইসলাম (২৭) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর গা ঢাকা দিয়েছেন তার তালাকপ্রাপ্ত স্ত্রী।
গত শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়া থানার পুলিশ নজরুলের মরদেহ উদ্ধার করে। নজরুল ইসলাম হবিগঞ্জ সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। তার স্ত্রী নার্গিস আক্তার কক্সবাজারের চকরিয়া থানার পূর্ব ডুমখালী গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ফেসবুকে পরিচয়ের সূত্রে নার্গিস আক্তারের সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নজরুলের। পরে কক্সবাজারে নোটারি পাবলিকের কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে তারা বিয়ে করেন। গত ৫ মার্চ হবিগঞ্জ শহরতলীতে তাদের বিবাহোত্তর সংবর্ধনা হয়।
এদিকে নার্গিস আক্তারের চাকরির সুবাদে উখিয়ার সোনাপাড়া গ্রামে বাসা ভাড়া নেন নজরুল। বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পরে নজরুলের গ্রামের বাড়িতে আনার চেষ্টার করলেও নার্গিস রাজি হননি।
নজরুলের পরিবারের অভিযোগ, নার্গিসের পেটে নজরুলের সন্তান- এমন খবর পেয়ে কক্সবাজারের চকরিয়ায় তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে দেখা করতে যান নজরুল। তবে তাকে ফিরতে হয়েছে কফিনবন্দি লাশ হয়ে। গত শনিবার সেখান থেকে নজরুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নজরুলের ভাই তাজুল ইসলাম বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। প্রায় ৫ মাস আগে তাদের বিচ্ছেদ হয়, কিন্তু হঠাৎ করে নার্গিস আমার ভাইকে ফোন দিয়ে বলে তার পেটে নজরুলের বাচ্চা। এ কথা শোনার পর আমার ভাইকে আর আটকে রাখতে পারিনি। শনিবার সকালে হঠাৎ ফোন আসে নজরুলের লাশ পাওয়া গেছে কক্সবাজারে। আমরা সেখানে ছুটে যাই। একটি রুমের খাটের উপরে তার লাশ পড়ে ছিল। ওই বাসার প্রতিবেশী বলেছেন, শুক্রবার নজরুল ও নার্গিস এক সাথে বাসাতেই ছিলেন। সকালে নার্গিস প্রতিবেশীদের ফোন দিয়ে বলেন নজরুল তার ফোন রিসিভ করছে না, তাকে একটা ডাক দিয়ে বলার জন্য। এরপর তারা গিয়ে লাশ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
তিনি বলেন, নার্গিস যদি আমার ভাইকে খুন না করতো তাহলে সে পলাতক কেন? সে তো তার স্বামীর মৃত্যুর খবর শুনে আসতে পারতো। এতেই প্রমাণ হয় আমার ভাইকে সে হত্যা করেছে।
জুল ইসলাম বলেন, আমার ভাইকে ওই নারী প্রতিনিয়ত মারধর করতো। সবকিছু সহ্য করে তাকে নিয়ে চলার চেষ্টা করতো আমার ভাই। তার সব শখ পূরণ করার চেষ্টা করতো। পরিবারের ছোট ভাই হিসেবে তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছু বলতো না।
কক্সবাজারে ময়নাতদন্ত শেষে সোমবার সকালে লাশ নিয়ে আসা হয় হবিগঞ্জের হামিদপুর গ্রামে। নজরুলকে শেষবারের মতো দেখার জন্য আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও আশপাশের গ্রামের লোকজন বাড়িতে ভিড় করেন। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ। তার এমন চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না কেউই।
সকাল সাড়ে ১১টায় সুলতানশি সাহেব বাড়ি মাঠে জানাজা শেষে পারিবারিক কবস্থানে দাফন করা হয় নজরুলের মরদেহ। এর আগে শনিবার উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নজরুলের ভাই।
Leave a Reply