নবীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার নবীগঞ্জে দুই অটোরিকশার ধাক্কায় ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নে কেলি কানাইপুর গ্রামের ভবের বাজার সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তাওহিদুল ইসলাম (৬)। সে কেলি কানাইপুর গ্রামের আফাই মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার নিজ বাড়ির সামনে খেলাধুলা করার সময় হঠাৎ করে একটি অটোরিকশা ভবের বাজার যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। উভয় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় শিশু তাওহীদ। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেটে যাওয়ার পথে শিশু তাওহিদুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply