কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার দুপুরে গাছ রোপণ করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ছায়েম মিয়া (৫০), তার স্ত্রী মাহমুদা বেগম (৪৫) ও ছেলে মাছাদুল হোসেন ময়জুল (২৫)। বর্তমানে তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল ও মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিপক্ষের তিনজন আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে রয়েছেন। তারা হলেন কামাল মিয়া (৪০), সায়েদ মিয়া (৫৫) ও লাভলী বেগম।
জানা গেছে, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের মৌলভীগ্রামের বাসিন্দা ছায়েম মিয়ার সাথে একই গ্রামের বাসিন্দা তারই আপন দুই ভাই কামাল মিয়া ও সায়েদ মিয়ার জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব চলে আসছিল। এই বিরোধের জেরে শনিবার আনুমানিক দুপুর ২টায় ছায়েম মিয়া তার জমিতে রোপণকৃত গাছের পরিচর্যার জন্য গেলে প্রতিপক্ষ কামাল মিয়া ও সায়েদ মিয়ার সাথে পান গাছ ও লেবু গাছ নিয়ে বাকবিতণ্ডা হয়।একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ প্রতিপক্ষের লোকজন ছায়েম মিয়ার ওপর হামলা করে। এরপর ঘটনাস্থলে ছায়েম মিয়া স্ত্রী-সন্তান এলে তাদের ওপরেও দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাহমুদা বেগমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি মেডিকেল হাসপাতালে ও ছায়েম মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া তাদের ছেলে ময়জুলের হাতে গুরুতর জখম হয়।
চিকিৎসাধীন মাহমুদা বেগম বলেন, আমার স্বামী ও ছেলেকে হত্যার পরিকল্পনা করে আসছিল কামাল ও তার ভাই সায়েদ মিয়া। আমার নিজের জমিতে রোপণকৃত গাছের পরিচর্যা করতে গেলে আমাকে, আমার স্বামীকে ও ছেলেকে প্রতিপক্ষ সায়েদের স্ত্রীর সহযোগিতায় কামাল মিয়া ও সায়েদ মিয়া দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দেয়।
অপর পক্ষের কামাল মিয়া বলেন, জমি নিয়ে কোনো বিরোধ ছিল না। পুকুরপাড়ে লেবু ও পান গাছ তুলে ফেলা এবং লেবু খাওয়া নিয়ে মাহমুদা ও সায়েদ মিয়ার স্ত্রীর বাকবিতণ্ডার একপর্যায়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমাদের লোকজনও আহত হয়েছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. আফতাব মিয়া বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পান গাছ ও লেবু গাছ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে কুলাউড়া থানার একদল পুলিশ সদস্যও আসেন। পরে সামাজিকভাবে বসে বিষয়টি দেখার অনুরোধ করি।
Leave a Reply