জাগ্রত সিলেট ডেস্ক :: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, সরকারের উন্নয়ন দেখে বিএনপি-জামায়াত জ্বলে-পুড়ে যাচ্ছে। তারা দেশের উন্নয়ন চায় না, তাই দেশকে পিছিয়ে নিতে হরতাল-অবরোধ দিয়ে যাচ্ছে। দেশের জনগণ বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ প্রত্যাখান করেছে। কারণ দেশের মানুষ চায় শান্তি। আগামী নির্বাচনে বিএনপি-জামায়াত অংশগ্রহণ না করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সরকার গঠন করতে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছেন।
শুক্রবার (২৪ নভেম্বর) রাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট এর প্রচার ও প্রচারণা কমিটির উদ্যোগে আইডি কার্ড বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. জহির উদ্দিন মবুর সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগের প্রধান সমন্বয়ক ও প্রচার ও প্রচারণা কমিটির সদস্য সচিব আনোয়ার উদ্দিন আহমদ রুনুর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট বিভাগের সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম, সিলেট জেলার সভাপতি অধ্যাপক মো. নজমুল হোসেন, সিলেট মহানগরের সভাপতি জেসমিন নাহার, ঢাকা মহানগর উত্তর এর সভাপতি মো. আবুল কাসেম, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মামুনুর রশীদ, জেলা শাখার সভাপতি মো. শহীদুল ইসলাম, জাতীয় কমিটির সদস্য মো. মশিউর রহমান, নরসিংদী জেলার কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান দোলন, সিলেট জেলা সিনিয়র সভাপতি কাজল আহমদ চৌধুরী, সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি মুক্তা পারভীন, সহ-সভাপতি আবু বক্কর পারভেজ, জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, জাতীয় কমিটির সদস্য মামনুন ইসলাম সাকিব, মিরপুর থানা কমিটির মারুফ তমাল, সিলেট বিভাগের সহ-সভাপতি মো. ফখর উদ্দিন, সিলেট মহানগরের সহ-সভাপতি রুমা চৌধুরী, কবি পান্না জান্নাত, সিলেট জেলার সহ-সভাপতি সাইদুর রহমান লিপন, নুর উদ্দিন আহমদ রাজু, সিলেট মহানগরে সহ-সভাপতি শিপন আহমদ, সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বির আহমদ, সিলেট মহানগরের আইন বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক কাজি হাকিম রাজা, সিলেট মহানগরের আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক বদরুম নাহার হক, সুরাইয়া জামান, সিলেট বিভাগের লুৎফা আহমদ লিলি, ফকির মাহমুদা, ফকির মাহমুদ, সালেহ আহমদ লিপন, ফরিদা ইয়াসমিন হেপি, সুরাইয়া জামান, ধীরেন্দ্র, মারুফ প্রমুখ।
এছাড়া বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সিলেট বিভাগ, জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply