শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ এর নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রেজা সেলিম।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বিষয়টি জানান।
এর আগে এক অফিস আদেশে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, অধ্যাপক ড. মো. রেজা সেলিম বিশ্ববিদ্যালয় আইনের ২৮ এর ৫ ও ৬ নং ধারা অনুসারে আগামী ৩ ডিসেম্বর ২০২৩ তারিখ হতে পরবর্তী দুই বছরের জন্য স্কুল অব এপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি এর ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালীন সময়ে তিনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।
Leave a Reply