ওসমানীনগর প্রতিনিধি :: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ক্রয় করেছেন সিলেট-২ আসনের ৮ জন। প্রবাসী অধ্যুষিত ওসমানীনগর ও বিশ্বনাথ এই দুই উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসন। এই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীরা রয়েছেন দৌড়ঝাঁপে। মহাজোটকে পাশ কাটিয়ে দলীয় মনোনয়ন বাগিয়ে নিতে অনেকেই রয়েছেন কৌশলে।
এদিকে, দলীয় সম্পৃক্ততা নেই আর দীর্ঘ জীবন প্রবাসে কাটিয়েছেন এমন অনেকেই আওয়ামী লীগের মনোনয়ন ক্রয় করে জমা দিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, আসনটি পুনরুদ্ধারে আওয়ামী লীগ দলীয় প্রার্থী দিলে হয়তো ভাগ্য খুলতে পারে। তাই দলীয় মনোনয়ন ফরম ক্রয়ের হিড়িক পড়েছে সিলেট-২ আসনে।
সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের কার্যনিবাহী সদস্য নুরুল ইসলাম নুর মিয়া, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক ও লেখক অরূপ রতন চৌধুরী, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া, যুক্তরাজ্য নিউপোর্ট আওয়ামী লগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হারুন অর রশীদ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনসার আলী ও আব্দুল গণি।
দলীয় সূত্রে জানা যায়, মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়, সৎ, যোগ্য, সাহসী, দুঃসময়ে, দুর্দিনে যারা বঙ্গবন্ধুর আদর্শে মানুষের জন্য কাজ করেছে তাদের সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। গত শনিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরম সংগ্রহ করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিকে, সিলেট-২ (ওসমানীনগ-বিশ্বনাথ) আসনে বিগত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের কারণে আওয়ামী লীগের প্রার্থী অংশ না নেয়ায় আসনটি জাপা ও গনফোরামের দখলে চলে যায়। দ্বাদশ নির্বাচনে আসনটি পুনরুদ্ধারে আওয়ামী লীগ সচেষ্ট থাকলেও একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় বাড়তে পারে দলীয় কোন্দল।
মনোনয়নপ্রত্যাশীরা বলছেন, আওয়ামী লীগ সরকার গ্রামকে শহরে রূপান্তর করছে, কিন্তু সিলেট-২ আসনে গত দশ বছরে দেখার মতো কোনো উন্নয়ন হয়নি। উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে দলের সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত। যাকে নৌকার মনোনয়ন দেয়া হবে জয় পেতে তার পক্ষে কাজ করবেন তারা।
তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ২০২৪ সালের ৭ জানুয়ারি রবিবার।
Leave a Reply