মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৬:২৮ পূর্বাহ্ন

নোটিশ :
সিলেট বিভাগসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলা সদরে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীরা আমাদের পত্রিকার ইমেইল ঠিকানায় পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত প্রেরণের আহবান জানানো যাচ্ছে। এছাড়া প্রবাসের বিভিন্ন দেশে আমরা প্রতিনিধি নিয়োগ দিচ্ছি।
শিরোনাম :
ব্যারিস্টার সুমন গ্রেফতার দৈনিক জাগ্রত সিলেট পত্রিকার সম্পাদক অসুস্থ, দোয়া কামনা সিলেটের আ.লীগ নেতারা বিদেশে, সংসার চলছেনা আত্নগোপনে থাকা কর্মীদের শব্দ সন্ত্রাসে অতিষ্ঠ নগরবাসী সাংবাদিক মো: আজমল আলীর মাতৃবিয়োগ, জাগ্রত সিলেট পরিবারে শোকপ্রকাশ সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ গ্রেফতার চালু হলো ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’ সুনামগঞ্জের মামলায় ঢাকা থেকে দুজনকে ধরলো র‌্যাব সিলেট আলিয়া মা‌দরাসা মাঠে হামাস প্রধানের গায়েবানা জানাজা জকিগঞ্জের কেছরী গ্রামের সর্বদলীয় নেতৃবৃন্দের মধ্যে ঐক্যর সুর সমালোচনার জবাবে মুখ খুললেন নুসরাত ফারিয়া সংকটে পাকিস্তানের গাধা ব্যবসায়ীরা সাকিব ইস্যুতে মিরপুরে আবার হট্টগোল টিসিবির জন্য ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার সিলেটের কুলাউড়ার ৭০ শিক্ষকের ৪৩ লাখ টাকা বেতন-ভাতা আটকে আছে সিলেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক সিলেটে দুই কোটি টাকার দেশি-বিদেশী পণ্য জব্দ চাকরির সন্ধানে এসে মায়ানমারের নাগরিক আটক ভারতে অনুপ্রবেশকালে ৫ নারীসহ ৬ জন আটক কুলাউড়ায় ৭ পলাতক আসামি আটক গোয়াইনঘাটে বাড়ির পাশে মিলল কিশোরের ঝুলন্ত লা শ সিলেট আদালতে দুই পিপি’র রুমে আইনজীবীদের তালা কানাইঘাট বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু পরিচয় থেকে পরিণয় অত:পর দ্বিতীয় বিয়ের জেরে চির বিদায়! সিলেটে চিকিৎসা নিতে আসা ব্যক্তির মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১২১ হয়রানিমূলক মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা স্বামীকে ‘খু ন’ করে খাটের নিচে লা শ লুকিয়ে রাখলেন স্ত্রী! সিলেটে হাওরে মরদেহের সন্ধান;উদ্ধার করলো পুলিশ টাক মাথা পুরুষের ব্যক্তিত্বে পরিবর্তন আনে
সংসদ নির্বাচন
উৎসবমুখর শান্তিগঞ্জ আ.লীগ, আন্দোলনমুখী বিএনপি

সংসদ নির্বাচন
উৎসবমুখর শান্তিগঞ্জ আ.লীগ, আন্দোলনমুখী বিএনপি

 

ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ :: আগামী বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে দিন কাটাচ্ছেন উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। প্রস্তুতি নিচ্ছেন নির্বাচনের।

 

মূলত: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে ঘিরে উপজেলার আওয়ামী পরিবারের মাঝে এমন উচ্ছ্বাস। ইতোমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রত্যাশী হয়ে মনোনয়নপত্র কিনেছেন সরকারের প্রভাবশালী এই মন্ত্রী। এতে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের উচ্ছ্বাসের পালে আরও বেশি করে হাওয়া লেগেছে। প্রায় প্রতিদিনই কোনো কোনো স্থানে সভা-সমাবেশ করে ব্যস্ত সময় পার করছেন তারা। এসব সভা-সমাবেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরছেন নেতারা।

 

অপরদিকে, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত এ তফসিলকে প্রত্যাখান করেছে বিএনপি। এর প্রতিবাদে আন্দোলন করছে দলটি। দলের নির্দেশনায় শান্তিগঞ্জ উপজেলায় মিছিল-প্রতিবাদ করছে স্থানীয় বিএনপি পরিবার। মিছিলের সময় নৈরাজ্য সৃষ্টি ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ইতোমধ্যে দেড় শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। এই দুই মামলায় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছান উদ্দিনসহ এ পর্যন্ত বিএনপির মোট ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। গ্রেপ্তার আতঙ্ক আছে স্থানীয় বিএনপির মাঝে। তারপরও মাঝে মাঝে ঝটিকা মিছিল দিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে তারা। তবে শান্তিগঞ্জ উপজেলায় বড় ধরণের কোনো মিছিল কিংবা সভা সমাবেশ করতে পারছে না দলটি।

 

খোঁজ নিয়ে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের একেবারে ওয়ার্ড পর্যায়ে কাজ করছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেতে এখন থেকেই কাজ শুরু করেছেন তারা। আওয়ামী লীগ সরকার বিগত দিনে যেসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে সেসব কথা ভোটারদের মনে করিয়ে দিচ্ছেন তারা। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপিও আগের তুলনায় বেশি বেশি আসছেন এলাকায়। বিষয়টিকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন ভোটাররা।

 

জানা গেছে, চলতি মাসের মধ্যে চারবার নিজের জন্মস্থান শান্তিগঞ্জে এসেছেন মন্ত্রী মান্নান। এসময় পাথারিয়া, পাগলা, পূর্ব পাগলা, পূর্ব বীরগাঁও, জয়কলস, শান্তিগঞ্জ ছাড়াও সুনামগঞ্জ ও জগন্নাথপুরে একাধিক সভা-সমাবেশ ও আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেছেন মন্ত্রী। তাকে ঘিরে উচ্ছ্বাসে দিন কাটাচ্ছেন তার কর্মী-সমর্থকেরা। মন্ত্রী ছাড়াও মন্ত্রীর শান্তিগঞ্জের হিজল বাড়ির আরফান আলী বৈঠকখানায় নিয়মিত সভা ও মতবিনিময় করেন দলের সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন। এখান থেকেই উপজেলা আওয়ামী লীগের সকল কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

 

অন্যদিকে, দলের নির্দেশনা মানতে ও নিজেদের অবস্থান জানান দিতে উপজেলার পাগলা বাজার, আক্তাপাড়া মিনাবাজার, দিরাই রাস্তার মুখে (মদনপুর পয়েন্ট) একাধিকবার ঝটিকা মিছিল দিয়ে ও যানবাহন ভাঙচুর করে হরতাল-অবরোধের পক্ষে সংহতি প্রকাশ করেছেন বিএনপির কর্মীরা।

 

শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ বলেন, কেন্দ্রের নির্দেশনায় আমরা একদম আন্দোলনমুখী। তত্ত্বাবধায়ক সরকার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আগামীতে আন্দোলন আরও জোরদার হবে। বিএনপি আরও শক্তিশালী কর্মসূচি দেবে।

 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু ও সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন বলেন, বাংলাদেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প কোনো সরকার নেই। আওয়ামী লীগকেই দেশের দরকার। সুনামগঞ্জের উন্নয়নে দরকার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান স্যারকে। একসময় সুনামগঞ্জ একটি অবহেলিত জেলার নাম ছিল। পরিকল্পনামন্ত্রীর কর্মতৎপরতায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় আমরা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, বিটাক, নার্সিং ইনস্টিটিউট পেয়েছি। এবার রেললাইন, বিমানবন্দর ও হাওরের বুকের উপর দিয়ে উড়াল সড়কের স্বপ্নে বিভোর আমরা। এগুলোও আসবে সুনামগঞ্জে। এসবের কার্যক্রম চলমান। বড় বড় এমন প্রকল্প অব্যাহত রাখতে হবে। তাই দেশের উন্নয়নে আওয়ামী লীগের খুবই দরকার। সুনামগঞ্জের প্রয়োজনে পরিকল্পনামন্ত্রীকে আরও দরকার। নৌকায় ভোট দিতে আমরা মানুষকে বলছি। প্রতিদিন কোথাও না কোথাও সভা-সমাবেশ করছি।

 

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ চৌধুরী বলেন, কেউ নৈরাজ্য সৃষ্টি করলে আমরা তাদের প্রতিহত করবো। নৈরাজ্য সৃষ্টি ও গাড়ি ভাঙচুরের কারণে এ পর্যন্ত দুটি মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করেছি।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017
Design BY Web Nest BD
ThemesBazar-Jowfhowo