সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার লক্ষ্যে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল-মাহমুদ (আল-আমিন) পদত্যাগ করেছেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ নিজেই।
জানা যায়, আল আমিন চৌধুরী জেলা আওয়ামী লীগের সদস্য, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শাল্লা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। তিনি সুনামগঞ্জ-২ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী। তার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করেন।
মনোনয়ন পেতে তিনি দীর্ঘদিন ধরে দিরাই-শাল্লায় কাজ করে আসছেন। ইতোমধ্যেই তার নেতাকর্মীরা দাবি করেছেন মনোনয়ন পেতে তিনি অনেক আগে থেকেই গ্রিন সিগন্যাল পেয়েছেন এবং দিরাই-শাল্লায় বেশ কয়েকটি উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছেন।
আল-আমিন বলেন, আমি শাল্লা উপজেলা আওয়ামী লীগের মনোনীত নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান। দিরাই-শাল্লার জনগণের সাপোর্ট নিয়ে এমপি প্রার্থী। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।
Leave a Reply