জাগ্রত সিলেট ডেস্ক :: দীর্ঘদিন ধরে ফিল্টারের অপরিষ্কার ও গন্ধযুক্ত পানি পান করায় জন্ডিস, টাইফয়েড ও লিভার সংক্রমণসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম ছাত্রী হলের শিক্ষার্থীরা। বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তারা।
গত একমাস ধরে একের পর এক জন্ডিস, টাইফয়েড, হেপাটাইটিস-বি, লিভার সংক্রমণসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন প্রথম ছাত্রী হলের ছাত্রীরা। এ পর্যন্ত ২০ জনেরও বেশি ছাত্রী এসব রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এসব রোগের জন্য হলের অপরিষ্কার, আয়রন ও পোকামাকড়যুক্ত নোংরা পানিকে দায়ী করছেন তারা।
হল সূত্রে জানা যায়, হলের প্রতিটি ব্লকে ছাত্রীদের বিশুদ্ধ পানি জন্য ফিল্টার দেওয়া হয়েছে। এসব ফিল্টার থেকে পানি পান করেন ছাত্রীরা। তবে গত কয়েক মাস ধরে এসব ফিল্টার দিয়ে নোংরা ও গন্ধযুক্ত পানি আসে বলে অভিযোগ তুলেছেন ছাত্রীরা। এছাড়া অনেক সময় পোকামাকড়ও পাওয়া যায় এসব ফিল্টারের পানিতে। পানির অন্য কোনো উৎস না থাকায় বাধ্য হয়ে এসব পানি পান করছেন তারা।
ছাত্রীদের অভিযোগ, এ পর্যন্ত হলের সি ও ডি ব্লকে ২০ জনেরও বেশি ছাত্রী জন্ডিস, টাইফয়েড ও অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন। এ সংখ্যা দিন দিন বাড়ছে। এসব ছাত্রীরা চিকিৎসকের শরণাপন্ন হলে তারা জন্ডিসের জন্য পানির সমস্যাকে দায়ী করছেন। পানির এ সংকট দূর না হলে জন্ডিস রোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন এ হলের ছাত্রীরা।
টাইফয়েড ও জন্ডিস রোগে আক্রান্ত প্রথম ছাত্রী হলের শিক্ষার্থী রায়হানা ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই হলে পানির ফিল্টারের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু পানির ফিল্টারের গোলযোগ প্রতিনিয়ত আমরা ফেস করি। যে কারণে বিশুদ্ধ পানি পাওয়া সবসময় নিশ্চিত হয়ে ওঠে না। গত ২৫ অক্টোবর আমি হল থেকে বাসায় আসার পরই জ্বর আসে। দুদিন পরও জ্বর না কমায় ডাক্তার দেখালে ডাক্তার দুটি টেস্ট দেন। যেখানে ধরা পরে আমার টাইফয়েড ও জন্ডিস দুটোই হয়েছে।’
ওই শিক্ষার্থী আরও বলেন, ‘ডাক্তার বলেছেন, এটি ছড়িয়েছে পানি থেকেই। প্রথমে ভেবে পাচ্ছিলাম না কিভাবে হলো এই রোগ। কিন্তু কিছুদিন পরে জানতে পারি হলের আরও শিক্ষার্থী অসুস্থ। জন্ডিস, টাইফয়েড, লিভার ইনফেকশনে আক্রান্ত বেশ কয়েকজন শিক্ষার্থী। আসলে সবারই ধারণা, সমস্যাটা হলের পানি থেকেই হয়েছে।’
জন্ডিস রোগে আক্রান্ত আরেক শিক্ষার্থী নিশাত আনজুম নিশু বলেন, ‘অনেকদিন ধরে হলের পানিতে গন্ধ আসে। পানির সঙ্গে পোকাও আসে। নতুন বোতলে পানি নিলে সাত দিনেই বোতল লাল হয়ে যায়। আমার অনেকদিন ধরে হজমজনিত সমস্যা, পেটের সমস্যা লেগেই আছে। পূজার ছুটিতে বাসায় এসে টেস্ট করে প্রথমে টাইফয়েড, তারপর জন্ডিস ধরা পড়েছে।’
পানি থেকে জন্ডিস হতে পারে কি না জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডা. কৃষ্ণপদ আচার্য বলেন, ‘পানি থেকে জন্ডিস হতে পারে। জন্ডিস হওয়ার অনেক কারণ রয়েছে। এরমধ্যে নোংরা ও গন্ধযুক্ত পানি অন্যতম। এ অবস্থায় পানিকে ভালোভাবে ফিল্টারিং করে অথবা পানি ফুটিয়ে পান করতে হবে, যাতে পানিতে থাকা জন্ডিসের জীবাণু মারা যায়।’
হলের পানি সমস্যা নিয়ে জানতে চাইলে প্রভোস্ট অধ্যাপক ড. জায়েদা শারমিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরকে এ বিষয়ে জানানো হয়েছে। পানি থেকে জন্ডিস হচ্ছে কি না সে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য হলের সাত জায়গা থেকে টেস্টের জন্য পানি দেওয়া হয়েছে। ৩-৪ দিনের মধ্যে আমরা এর ফলাফল পেয়ে যাবো।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন বলেন, এ বিষয়ে আমি জানতাম না। উপাচার্য ও হল প্রভোস্টের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবো।
তিনি আরও বলেন, মেয়েদের তিনটি হলের জন্য স্থায়ীভাবে তিনটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট বসানো হবে। তবে আপাতত শিক্ষার্থীদের পানির সমস্যা যাতে দূর করা যায় সেজন্য সংশ্লিষ্টদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হবে।
Leave a Reply