ওসমানীনগর প্রতিনিধি :: সরকার পতনের এক দফা দাবিসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে জামায়াত-বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা দুইদিনের হরতালের ১ম দিনে রবিবার ওসমানীনগরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। উপজেলার বিভিন্ন বাজারের মোড়ে পুলিশ ও আনসার ভিডিপি সতর্ক অবস্থানে ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রবিবার সকাল থেকে সিলেট-ঢাকা মহাসড়কে চলেছে সব ধরণের যানবাহন। তবে ভারী যানবাহন অন্য দিনের চেয়ে কিছুটা কম দেখা গেছে।
হরতালের মধ্যেই কর্মজীবী মানুষদের কাজে বের হতে দেখা গেছে। সরকারি-বেসরকারি সবধরণের অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট খোলা ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। সড়কে দেখা যায়নি বিএনপি-জামায়াতের কোনো পিকেটিং।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওসমানীনগর থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসার ভিডিপিসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মহড়া দেখা গেছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুদুল আমিন বলেন, হরতালে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। যদি কেউ কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে প্রতিহত করা হবে।
Leave a Reply