জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কুশিয়ারা নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ যুবক জমির আলীর (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পশ্চিম জালালপুর গ্রামের খেয়াঘাট এলাকার কুশিয়ারা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। জমির আলী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাতাইল উত্তর কুসরা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার বেলা ১টার দিকে জমির আলী পার্শ্ববর্তী উপজেলার পাইলগাঁও গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে পশ্চিম জালালপুর গ্রামের কুশিয়ারা নদীর খেয়াঘাটে আসেন।
খেয়া নৌকার মাঝি রোমান মিয়া জানান, জমির আলী পাইলগাঁও গ্রামে যাওয়ার জন্য ঘাটে এলে তাকে আরও যাত্রী হলে নৌকা ছাড়ার কথা বলি। এ সময় তিনি সাঁতার কাটার জন্য কুশিয়ারা নদীতে নামেন। কিছু সময় পরে প্রায় ৩০ গজ দূরে গেলে তিনি নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানান।
জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মিজানুর রহমান বলেন, সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার জামানের নেতৃত্ব বুধবার সকাল ৮টায় কুশিয়ারা নদীতে উদ্ধার অভিযান শুরু হয়। দুই ঘণ্টা অভিযান পরিচালনা করে সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্ত জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply