শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী।
বুধবার সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই নামক স্থানে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
নিহত অটোরিকশা চালক শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের বিশাউড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৮)।
আহতরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মলাই মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) ও একই এলাকার ফারুক মিয়ার ছেলে সাইদুল মিয়া (৩৫)।
স্থানীয়রা জানান, সিলেট থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার চালক ও দুই যাত্রী গুরুতর আহত হয়। এসময় আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশার চালককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আহত দুজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভুইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply