ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, বিএনপি-জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি করে, আর আওয়ামী লীগ ধর্মের কল্যাণে কাজ করে।
বিএনপি-জামায়াতকে রাজপথে প্রতিহত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে আগুন সন্ত্রাসী অপশক্তির বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানুষ পুড়িয়ে মারা অপশক্তি বিএনপি-জামায়াতের হাত ভেঙে দিতে হবে। আগুন সন্ত্রাসীদের ধরে পুলিশের হাতে সোপর্দ করুন।
বুধবার সকালে সুনামগঞ্জের ছাতকের দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর মাদ্রাসার আয়োজনে জাহিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার প্রায় চার কোটি টাকা ব্যয়ে চারতলা নতুন ভবনের শুভ উদ্বোধন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশবাসী এখন উন্নয়নের সাথে, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে। কোনো অপশক্তি শেখ হাসিনার জনপ্রিয়তা ও দেশের উন্নয়নে বাধা হতে পারবে না। স্বাধীনতাবিরোধীরা আগুন সন্ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায়।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পাক-মার্কিনরা একাত্তরেও পরাস্থ হয়েছে, দ্বাদশ নির্বাচনেও এরা পরাজিত হবে। তিনি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রতি ভোট কেন্দ্র পাহারা দেয়ার ব্যবস্থা নিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌছ মিয়া বাবুলের সঞ্চালনে মাওলানা উসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, কৃষকলীগের সভাপতি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শায়েস্তা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হক ও মাওলানা আলী আসগর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান হিরু, দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, ছাতক উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আংগুর আলম, দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, দোলারবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য গুলজার আহমেদ, ছাত্রলীগ নেতা জাকির হোসেন, ছাতক উপজেলা যুবলীগ নেতা কয়েছ মিয়া, কছরু মিয়া, আবুল খয়ের মেম্বার, সুমন তালুকদার, সোহাগ আহমদ, সুহেল মিয়া, রাফি আহমেদ রিংকু, আব্দুর রকিব, রিপন মিয়া, হবিব আহমেদ, কাওছার আহমেদ, কফিল আহমেদ, উপজেলা ছাত্রলীগ এর সাবেক সদস্য গুলজার আহমদ, দোলারবাজার ইউনিয়নের সাবেক সভাপতি নাজমুল ইসলাম, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দীক চৌধুরী, ছাত্রলীগ নেতা হবিব আহমদ, ছামির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আব্দুল হক।
Leave a Reply