জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুরে ভারত থেকে চোরাইপথে নিয়ে আসা ১০টি গরু আটক করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ। এ ঘটনায় জড়িত থাকায় সুমন আহমেদ (১৯) নামের একজনকে আটক করা হয়েছে।
সুমন আহমেদ উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত কমলাবাড়ী এলাকার মো. বিল্লাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে পুলিশের উপ-পরিদর্শক মো. সাহিদ মিয়া, পার্থ রঞ্জন চক্রবর্তী ও মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে নিজপাট খাশিয়া হাটীর প্রবেশমুখ তিন রাস্তার পয়েন্টে থ্রি বি ফ্যাশন হাউসের সামনে থেকে গরুগুলো আটক করা হয়। এ সময় গরুর সাথে থাকা চোরাকারবারি সুমন আহমেদকে আটক করলেও অজ্ঞাতনামা আরও ৩/৪ জন দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, আটককৃত গরুগুলোর বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা। এগুলোকে ভারতের সীমান্ত অতিক্রম করে চোরাইপথে নিয়ে আসা হচ্ছিল।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম পিপিএম ১০টি ভারতীয় গরুসহ একজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একজনকে আটকসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামিকে মঙ্গলবার পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
তিনি আরো বলেন, জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক চোরাচালানবিরোধী অভিযানে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ সমস্ত অভিযানে পুলিশের টহল আরও জোরদার করা হয়েছে।
Leave a Reply