সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ সদর উপজেলার হযরত শাহ্ মিলন (রা.) দাখিল মাদরাসার সুপার মাওলানা মাঈনুদ্দীন তালুকদার সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।
সোমবার সকাল ৮টায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাঈনুদ্দীন তালুকদার গৌরারং ইউনিয়ন অমৃতশ্রী গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
এদিকে, মাওলানা মাঈনুদ্দীনের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষাপ্রতিষ্ঠানসহ জেলাজুড়ে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply