তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় কয়লা আনতে গিয়ে পাথরচাপায় নুরুল হক (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৭টায় লাকমাছড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
নিহত কয়লা শ্রমিক উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের লাকমা গ্রামের মো. আব্দুল খালেক মিয়ার তৃতীয় ছেলে।
জানা যায়, নিহত নুরুল হক প্রতিদিনের মতো রবিবার ভোর রাতে লাকমাছড়া এলাকা দিয়ে সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা সংগ্রহ করতে যান। সেখান থেকে কয়লা সংগ্রহ করার পর বাড়ি ফেরার প্রস্তুতি নিলে হঠাৎ গুহার ভেতরে তার উপরে পাথর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান কয়লা শ্রমিক নুরুল হক।
নিহতের পিতা মো. আব্দুল খালেক বলেন, আমার ছেলে একজন শ্রমিক ছিল। সে ভোর রাতে কাজের উদ্দেশ্যে বের হয়েছিল। সকালে আমরা জানতে পারি পাথরচাপায় আমার ছেলের মৃত্যু হয়েছে। পরে আমরা ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।
ট্যাকেরঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ (নিরস্ত্র) সজীব দেব রায় বলেন, লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply