জাগ্রত সিলেট ডেস্ক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব এবং আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, শেখ হাসিনার সরকার শান্তি ও উন্নয়নে বিশ্বাসী। আওয়ামী লীগ দেশের উন্নয়ন করে আর বিএনপি-জামায়াত জনগণের সম্পদ নষ্ট করে। জনগণের সম্পদ যারা নষ্ট করে তারা কোনোভাবেই দেশের ভালো চায় না।
শনিবার বিকেলে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বার্তা গ্রামীণ জনসাধারণের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
ডা. দুলাল বলেন, জাতির পিতা যে স্বপ্ন দেখতেন তারই কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে। শেখ হাসিনার সকল কার্যক্রম বিশ্বে এখন অনুকরণীয়।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, নীলু ভূষণ দে, সাংস্কৃতিক সম্পাদক এম এ মালেক, দপ্তর সম্পাদক আব্দুশ শহীদ দুলাল, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলকু মেম্বার, ইউপি সদস্য সোহেল আহমদ, যুবলীগ নেতা হেলালুজ্জামান বকুল, বিশিষ্ট ব্যবসায়ী দেবাশিষ বাসু, সাবেক ছাত্রনেতা মো. সালাউদ্দিন প্রমুখ।
Leave a Reply