দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আয়োজনে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে কেক কেটে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়ারাবাজার উপজেলা যুবলীগের আহ্বায়ক, বাংলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবুল মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ- ৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুবসমাজকে সম্পৃক্ত করে আওয়ামী যুবলীগের সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের বিভিন্ন লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের চলমান ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের পতাকাতলে এগিয়ে আসুন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান আমিরুল হক, সাবেক চেয়ারম্যান আহমেদ আলী আপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বজলুল মামুনসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের সব ইউনিটের নেতাকর্মীরা।
Leave a Reply