জাগ্রত সিলেট ডেস্ক :: দিনাজপুরের ঘোড়াঘাটে গৃহবধূ ফেরদৌসি বেগমকে (২২) হত্যার দায় স্বীকার করেছেন স্বামী সাগর আহম্মেদ (২৪)। শ্বশুরবাড়িতে শারীরিক হেনস্তার শিকার হওয়ার ক্ষোভে স্বামী সাগর তাঁর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সাগর ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের কৃষ্ণপুর-মরিচা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহ আল মাসুম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম ও থানার ওসি আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।
আব্দুল্লাহ আল মাসুম জানান, প্রায় চার বছর আগে পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে ফেরদৌসি বেগমের সঙ্গে সাগরের বিয়ে হয়। বিয়ের পর সন্তান না হওয়াসহ নানা কারণে তাঁকে নির্যাতন করতেন স্বামী। এক মাস আগে ফেরদৌসীকে মারধর করা হলে তিনি রাগ করে বাবার বাড়িতে চলে যান।
এর কিছুদিন পর সাগর শশুরবাড়িতে যান স্ত্রীকে ফিরিয়ে আনতে। সেখানে নির্যাতনের বিষয়টি তুলে প্রতিবাদের পাশাপাশি তাঁকে লাঞ্ছিত করা হয়। পরে স্ত্রীকে বাড়িতে এনে হত্যার পরিকল্পনা করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, বুধবার সকালে ফেরদৌসি গরুর জন্য ধানের ঘাস কাটতে যান। এর কিছুক্ষণ পর সেখানে সাগর গিয়ে স্ত্রীকে ফেলে দিয়ে দু’হাত বেঁধে ফেলেন। এরপর দড়ি দিয়ে শ্বাসরোধে হত্যা করেন তাঁকে। মৃত্যু নিশ্চিত হলে মরদেহ ফেলে চলে যান তিনি।
পরে স্থানীয় কয়েকজন পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে। সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য সাগরকে আটক করা হয়। একপর্যায়ে হত্যার কথা স্বীকার করেন তিনি।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, কয়েক ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদ্ঘাটন এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত গৃহবধূর লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
Leave a Reply