বিয়ানীবাজার প্রতিনিধি :: সিলেটের বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিমুদ্দীন নামের এক তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মুড়িয়া ইউনিয়ন পাথারীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।আলিমুদ্দীন পাথারীপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে আলিমুদ্দীনকে আহতাবস্থায় স্বজনরা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে আসার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়।
Leave a Reply