আজ বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ নভেম্বর ২০২৪

থাইল্যান্ডে রোহিঙ্গা সন্দেহে ৭০ অভিবাসী আটক

 মহসিন রনি

২০২৪-১১-১৬   ১৯:৩৯

থাইল্যান্ডে রোহিঙ্গা সন্দেহে ৭০ অভিবাসী আটক ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের একটি দ্বীপে রোহিঙ্গা সন্দেহে ৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে কমপক্ষে ৩০ শিশু রয়েছে। শনিবার (১৬ নভেম্বর) থাইল্যান্ডের এক কর্মকর্তার বরাত দিয়ে খবর রয়টার্সের।

ফাং এনগার স্থানীয় পুলিশ কমান্ডার সোমকানে ফোথিস্রি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, তারা মিয়ানমার থেকে এসেছে। এখান থেকে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে তারা। তবে তারা মিয়ানমারের রোহিঙ্গা কি না তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের দক্ষিণ এশিয়া থেকে আসা বিদেশি অনুপ্রবেশকারী হিসেবে মনে করা হয়। এমনকি কয়েক প্রজন্ম ধরে সেখানে বসবাস করে এলেও দেশটিতে তাদের নাগরিকত্বও দেওয়া হয় না। দেশটিতে ব্যাপক নির্যাতন-নিপীড়নের শিকার হন সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমরা।

বছরের পর বছর ধরে, বিশেষ করে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত যখন সমুদ্র শান্ত থাকে, তখন অনেক রোহিঙ্গা কাঠের নৌকায় চেপে থাইল্যান্ড এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন। তাদের অনেকের গন্তব্য থাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াও।