আজ বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ নভেম্বর ২০২৪

সিলেটে টাকা দিচ্ছেনা ব্যাংক, গেটে তালা-বিক্ষোভ

 জাগ্রত ডেস্ক

২০২৪-১১-১৩   ১২:৫১

সিলেটে টাকা দিচ্ছেনা ব্যাংক, গেটে তালা-বিক্ষোভ ছবি
সিলেটে বেসরকারি মালিকানাধীন ন্যাশনাল ব্যাংকের গেটে তালা দিয়ে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। গতকাল বুধবার উপশহরের শিবগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে। টাকা না পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা এ ঘটনা ঘটান। শাহপরাণ(র.) থানার ওসি মো. মনির হোসেন বিষিযটি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ জানায়, প্রায় এক ঘণ্টা তালা বন্ধ ছিল ব্যাংক। 

ন্যাশনাল ব্যাংক শিবগঞ্জ শাখায় ব্যবস্থাপক সাব্বির হাসান জানান, টাকার  সংকটের কারণে গ্রাহকদের চাহিদা মত টাকা দিতে পরছি না। এনিয়ে ক্ষুদ্ধ গ্রাহকরা এমন ঘটনা ঘটান। প্রশাসনের লোকজন এসে তালা খুলে দিয়েছেন। সমস্যা সমাধানে চেষ্টা চলছে। 

ব্যাংকের একজন গ্রাহক জানান, টাকা জমা নেয়া হচ্ছে ঠিকই কিন্তু গ্রাহকের টাকা দিচ্ছেনা। টাকা তুলতে গেলেই বলা হয় টাকা নাই। 
আলম নামের আরেক গ্রাহক জানান, সঞ্চয়পত্রের নয় লাখ টাকা জমা হয়েছে। কিন্তু কোনো টাকা তুলতে দেয়া হচ্ছেনা। বিদেশ থেকে পাঠানো টাকাও দেয়া হচ্ছেনা বলে অভিযোগ করেন তিনি।