মোস্তাফিদুল ইসলাম উপজেলার ইটাইল ইউনিয়নের বকুলতলা এলাকার গেন্দু ইসলামের ছেলে। জামালপুর সদর উপজেলার খাদ্যনিয়ন্ত্রক জিনাত শামছুন্নাহার সুলতানা বাদী হয়ে ওই চাল ব্যবসায়ীর নাম উল্লেখ করেন এবং পাঁচ থেকে ছয়জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিদুল ইসলাম তাঁর চালকল থেকে সরকারি চাল ট্রাকের মাধ্যমে অন্যত্র পাচার করার চেষ্টা করছিলেন। এ সময় স্থানীয় লোকজন প্রথমে ট্রাকটি আটক করেন এবং বিষয়টি জেলা খাদ্য বিভাগে খবর দেন। পরে উপজেলা প্রশাসন, জেলা খাদ্য বিভাগ, র্যাব ও পুলিশ সদস্যরা এসব চাল জব্দ করেন।
জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর আশেকিন প্রথম আলোকে বলেন, ওই চাল ব্যবসায়ীর নামে একটি মামলা হয়েছে। জব্দ করা চাল থানায় আছে। চাল জব্দের সময় কেউ সেখানে ছিলেন না। মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।