সিলেট তামাবিল মহাসড়কে মোটরসাইকেল-বাস মূখোমূখি সংর্ষষে ব্যাংক কর্
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেট তামাবিল জাফলং মহাসড়কের বাঘের সড়ক সিলেট গ্যাস ফিল্ড ১০নং কূপ সংলগ্ন এলাকায় মোটর সাইকেল-বাস মূখোমূখি সংর্ষষে দুঘর্টনায় বাংলাদেশ কৃৃষি ব্যাংক কর্মকর্তা সাদিকুর রহমান (৪২) নিহত হয়েছেন।
এঘটনায় অপর মোটরসাইকেল আরোহী সহপাটি ব্যাংক কর্মকর্তা মাসুম আহমদ গুরুত্বর আহত হয়েছেন। বুধবার ( ১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুঘর্টনা ঘটে। এতে ঘটনাস্থলে ব্যাংক কর্মকর্তা সাদিক নিহত হন।
খবর পেয়ে স্থানীয় জনতা তাদের-কে উদ্বার করেন এবং গুরুত্বর আহত মাসুম-কে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা হরিপুর বাজারে কিছু সময়ে রাস্তা অবরোধ করে রাখেন। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায় ,সিলেট থেকে জাফলং গামী যাত্রীবাহি বাস (পান্না এন্টার প্রাইজ) গেইটলক সিটিং সার্ভিস (সিলেট মেট্রে- ব-১১-০০০৩)'র সাথে সিলেট তামাবিল রাস্তার বাঘের সড়ক নামক সিলেট ১০ নং গ্যাস কূপ সংলগ্ন এলাকায় অপরদিকে মোটরসাইকেল আরোহী নিহত সাদিক, মাসুম কর্মস্থল বাংলাদেশ কৃষি ব্যাংক চতুল বাজার থেকে কাজ শেষ বাড়ি ফেরার পথে মূখোমূখি দুঘটনায় শিকার হন।
নিহত সাদিকুর রহমান জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি পশ্চিম চটি গ্রামের মরহুম রমজান আলীর পুত্র।
পর আহত মাসুম আহমদের বাড়ি কানাইঘাট উপজেলায় বলে জানাগেছে।
জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে পুলিশ বিষয়'টি নিশ্চিত করেছেন।