নিজস্ব প্রতিবেদক : সিলেটে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্যাংক কর্মকর্তা ও এক কিশোর। গতকাল বুধবার সন্ধ্যা ৭ টা এবং রাত ১১ টার দিকে পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। গতকাল বুধবার (১৩ নভেম্বর)সিলেট তামাবিল জাফলং মহাসড়ক এলাকায় মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে সাদিকুর রহমান (৪২) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয় এবং রাত ১১ টার দিকে সিলেট এয়ারপোর্ট রোডের লাক্কাতুরা এলাকায় ট্রাক সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তানজিল করিম (১৮) নামের এক কিশোর নিহত হোন।
জানা যায় ,নিহত সাদিকুর রহমান কর্মস্থল থেকে ফেরার পথে সিলেট থেকে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে মৃত্যু হয়। এছাড়াও কিশোর তানজিল করিমের নিহতের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, কোম্পানীগঞ্জ থেকে পাথরবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৬০৫২) সিলেটের দিকে আসছিলো। বিপরীত দিক থেকে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হলে এসময় একই সময়ে চলা মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হন মোটরসাইকেল আরোহী অপর দুইজন। এরমধ্যে একজনের অবস্থা আশংকা জনক। ঘটনার পরপরই
স্থানীয় লোকজনকে আহতদের সিলেট ওসমানী হাসপতালে এতে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাক চালক আরিফ (২৬) কে গ্রেফতার করেছে। সে নরসিংদি জেলার বেলাবো উপজেলার মারইচা গ্রামের লাল মিয়ার পুত্র।
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিছুর রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর দুইজন। ট্রাক চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।