শনিবার বিকালে নাটোর শহরের জেলা পরিষদ মিলনায়তনে আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. মুজিবুর রহমান এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই সাবেক সংসদ সদস্য আরোও বলেন দেশ ও জাতিকে উন্নত করার প্রথম ও প্রধান দায়িত্ব শিক্ষকের। প্রতিটি শিক্ষকের উচিত শ্রেণী কক্ষে পাঠদান শেষে অন্তত ১০ মিনিট ছাত্রদের নৈতিক শিক্ষা প্রদান করা।
সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান আরোও বলেন যারা সাড়ে ১৫ বছর দেশের সাধারন মানুষদের গুম, খুন করেছে, দেশের কোটি কোটি টাকা লুটপাট করে অর্থনীতি ধবংস করে দিয়ে পালিয়ে গেছে তারা জাতির কলঙ্ক।
তিনি বলেন সাড়ে ১৫ বছরে যেসব শিক্ষক লাঞ্ছিত, অবাঞ্ছিত ছিলেন তাদের সকলকে পুনর্বাসন করা হবে। এছাড়া মাদ্রাসা ও আধুনিক শিক্ষাকে একমুখী শিক্ষায় পরিণত করার কথাও তিনি আদর্শ শিক্ষক ফেডারেশনের অনুষ্ঠানে উল্লেখ করেন।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডীন ড. মোঃ আব্দুল হান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলার আমির ড. মীর নুরূল ইসলাম, জেলার নায়েবে আমির অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক মো. সাদেকুর রহমান সহ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলা শাখার সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।