আজ বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ নভেম্বর ২০২৪

সুনামগঞ্জে ব্রিজে ট্রাক আট‌কে যান চলাচল বন্ধ

 মহসিন রনি

২০২৪-১১-১৫   ১৯:৩৩

সুনামগঞ্জে ব্রিজে ট্রাক আট‌কে যান চলাচল বন্ধ ছবি
মো:আল-আমীন, জগন্নাথপুর : সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর-ঢাকা মহাসড়কে ইছগাঁও নামক স্থানে স্টিল ব্রিজের মধ‌্যস্থা‌নে ট্রাক ভর্তি ম‌াল নি‌য়ে আট‌কে আ‌ছে।  যান চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার(১৫ ন‌ভেম্বর) বিকাল ৩ টা ৩০ মিনিটের দিকে রানীগঞ্জ  থেকে ট্রাক ভর্তি মাল নিয়ে জগন্নাথপুরের দিকে আসার সময় স্টিলের ব্রিজের মধ‌্যস্থা‌নে এ‌সে পাটাতন ভে‌ঙ্গে যায়।এর পর থে‌কে উভয়  পা‌শে প্রায় এক কি‌লো‌মিটার যানবাহনের দীর্ঘ লাইন সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। খবর শু‌নে জগন্নাথপুর থানার এস আই স‌জিব মিয়ার নেতৃ‌ত্বে একদল পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে  উভয় পা‌শের লোকজন‌দের নৌকা দি‌য়ে যাতায়া‌তের ব‌্যবস্থা ক‌রে দেন।

স্থানীয়রা জানান, প্রত্যেক দিন অনাকাঙ্খিত দুর্ভোগের শিকার হয়েছেন এটা জন্য সড়ক বিভাগের লোকজন দায়ি। দীর্ঘ দিন ধরে ঝুঁকিপূণ থাকার পর এই ব্রিজের দিকে নজর দিচ্ছেন না। এ রোডে দিন রাত মটরসাইকেল সহ হালকা যানবাহন চলাচল করলেও পিয়াজ ও সিমেন্ট সহ নিত্যপ্রয়োজনীয় মাল নিয়ে চলাচল করে গুরুত্বপূর্ণ ব্রিজটি আগেই নজর দেওয়া দরকার ছিল।


এব‌্যাপ‌া‌রে এ‌ রো‌ডে চলাচলকারী ড্রাইবার মিলাদ মিয়া জানান, প্রত্যেক‌দিন এভা‌বে গাড়ী আট‌কে। সমস‌্যা সৃ‌ষ্টি হ‌চ্ছে। কেউ নজর দি‌চ্ছেন না। গত দুইবছর আ‌গে দুইজন লোক মারা গে‌ছে। তারপরও কেউ নজর দি‌চ্ছেনা।


সুনামগঞ্জ জেলার সওর এর  নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ ব‌লেন, খবর পে‌য়ে লোক পা‌ঠি‌য়ে‌ছি। আ‌গে ট্রাক আন‌লোড কর‌তে হ‌বে। প‌রে ট্রাক শ‌রি‌য়ে প‌রে ব্রিজ মেরামত কর‌তে হ‌বে সময় লাগবে।