আজ বৃহস্পতিবার, ৩০ কার্তিক ১৪৩১ | ১৪ নভেম্বর ২০২৪

আওয়ামী লীগের দ্বিতীয় ‘ট্রাম্প কার্ড’ ও বিএনপির ‘ধোলাইপর্ব’

 জাগ্রত ডেস্ক

২০২৪-১১-১২   ১৫:১৯

আওয়ামী লীগের দ্বিতীয় ‘ট্রাম্প কার্ড’ ও বিএনপির ‘ধোলাইপর্ব’ ছবি

ছবি: সংগৃহীত

২০০৪ সালে আওয়ামী লীগ বিএনপি সরকারের উদ্দেশে একটি ট্রাম্প কার্ড বা তুরুপের তাস দিয়েছিল। আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেছিলেন, ৩০ মের পর বিএনপি আর ক্ষমতায় থাকবে না। খালেদা জিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী হয়ে যাবেন।

সে সময় মহলে গুঞ্জন ছিল, বিএনপি থেকে ১০০ এমপিকে বিরোধী দলে নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে। শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি, বিএনপি মেয়াদের শেষ দিন পর্যন্ত ক্ষমতায় ছিল।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী এক দলের টিকিটে নির্বাচিত হয়ে অন্য দলে গেলে তাঁর এমপি পদ থাকে না। তারপরও বাংলাদেশে এমপি কেনাবেচার উদাহরণ কম নয়। শেখ হাসিনার প্রথম সরকারের আমলে বিএনপির দুজন এমপিকে মন্ত্রী-প্রতিমন্ত্রী করা হয়েছিল। আইনি লড়াইয়ে তাঁরা হেরে যান এবং সদস্যপদ হারান।