বিজ্ঞপ্তিঃ জকিগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন জকিগঞ্জ টিভির সপ্তম বর্ষপূর্তি ও অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে 'স্বজন সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে।
১৬ নভেম্বর শনিবার দুপুরে জকিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে স্বজন সমাবেশ আয়োজিত হয়। ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিতের সভাপতিত্বে আহমদ আল মনজুর ও আহমদুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ক্বিরাত পরিবেশন করেন সাদিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এস. এম মাহমুদ হাসান রিপন,
জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা কুতুবুল আলম, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক কে এম মামুন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ, জকিগঞ্জ উপজেলা বিএনপি নেতা হিফজুর রহমান, জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি সাদিকুর রহমান, স্বপ্নের টিভির পরিচালক আজাদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা সমাজের অত্যান্ত গুরুত্বপূর্ণ পেশা। অজপাড়া গাঁয়ের খবরও সাংবাদিকদের কল্যাণে জাতি জানতে পারে। জকিগঞ্জ টিভি জকিগঞ্জের মানুষের কন্ঠস্বর হয়ে কাজ করছে, মফস্বল অঞ্চলে এরকম গণমাধ্যম পরিচালনা অসাধারণ ব্যাপার। আগামীদিনেও জকিগঞ্জ টিভি তাদের সৃজনশীল, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে যাবে এমন প্রত্যাশা রাখেন আলোচকরা।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার বাংলা প্রভাষক বদরুল আলম, ক্বিরাতুল কোরআন পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটির সাবেক সভাপতি সাকিব আল হাসান, জকিগঞ্জ টিভির হেড অব নিউজ আহমদ হোসাইন আইমান, জকিগঞ্জ টিভি'র ভিডিও এডিটর আহমদুল হক, ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহর সদস্য রিয়াদুর রহমান চৌধুরী, মানবসেবা ফাউন্ডেশন জকিগঞ্জের সদস্য শামসুল ইসলাম, স্বপ্নের টিভির সহকারী পরিচালক সাইফুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য আব্দুস শাকির, জকিগঞ্জ মিরর সম্পাদক সাদিক মনসুর, ইসলামী নাশীদ শিল্পী এম এ হায়দার, জকিগঞ্জ টিভির কাজলসার প্রতিনিধি সুজন উদ্দিন, জকিগঞ্জ টিভি'র সদস্য মাজহারুল ইসলাম, জকিগঞ্জ টিভির স্টাফ রিপোর্টার আবীর আল নাহিয়ান প্রমুখ।
অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়, যা জকিগঞ্জ টিভির সাত বছরের পথচলার বিভিন্ন মুহূর্ত তুলে ধরে। অনুষ্ঠানে 'কেমন জকিগঞ্জ চাই' পর্বে উপস্থিত সবাই ভবিষ্যত জকিগঞ্জ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।