সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদী পারাপারের সময় খেয়া নৌকা ডুবে শিশুসহ ৩জন নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টার দিকে আজমপুর খেয়া ঘাট থেকে সদরে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলো- পশ্চিম মাছিমপুর গ্রামের নুর আলীর মেয়ে গোলজান বেগম (৭০), আইন উদ্দিনের স্ত্রী জোছনা বেগম ও তার দেড় বছরের সন্তান হাফিজা।
শিশুসহ নিখোঁজ ৩জন আজমপুর আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকেন। বেলা ১১ টার দিকে নদী পারাপারে জন্য তারা খেয়া নৌকায় উঠেন। মাঝ নদীতে ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও ৩জন তলিয়ে যান। তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
কান্নাজড়িত কন্ঠে নিখোঁজ পশ্চিম মাছিমপুর গ্রামের গোলজান বেগমের ছেলে রসিক আলী ও জোছনা বেগমের ভাই হায়াত আলী জানান, দোয়ারাবাজার সদরে যাওয়ার জন্য গোলজান বেগম ও জোছনা বেগম খেয়া নৌকায় উঠেন। মাঝনদীতে গিয়ে নৌকাটি হঠাৎ ডুবে যায়।
দোয়রাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান ও ফায়ার সার্ভিস কর্মকর্তা বিল্লাল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করছেন। সুনামগঞ্জ সদর থেকেও একটি ডুবুরি দল এসেছে।
Leave a Reply