ধর্মপাশা প্রতিনিধি :: সুনামগঞ্জের ধর্মপাশায় অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া ৩২০ মণ সুপারি জব্দসহ ৩ কালোবাজারিকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল পৌনে ৩টার দিকে ধর্মপাশা-মধ্যনগর সড়কের নওধার এলাকা থেকে তাদেরকে আটক করাসহ অবৈধ ওই সুপারি জব্দ করে ধর্মপাশা থানার পুলিশ।
আটককৃতরা হলেন- ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলামের ছেলে ইয়াসিন মিয়া (২৬), জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরকারমা এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩০) ও লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের মৃত নুরুল আমিনের ছেলে মাহমুদ হাসান অপু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাইকুরাটি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে স্থানীয় কতিপয় ‘হলুদ সাংবাদিককে’ ম্যানেজ করে শুল্ক ফাঁকি দিয়ে ধর্মপাশা-মধ্যনগর সড়ক হয়ে রপ্তানিযোগ্য সুপারি মধ্যনগর সীমান্ত দিয়ে ভারতে পাচার করে আসছিলেন। বুধবার একই রুটে ঝালকাঠি থেকে ইউপি সদস্য শফিকুল ইসলামের ছেলে ইয়াসিনের নামে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে করে ৩২০ মণ (১৩ টন) সুপারি মধ্যনগরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই সড়কের নওধার এলাকা থেকে অবৈধ ওই সুপারি জব্দ করে এবং এর সাথে জড়িত তিন কালোবাজারিকে আটক করে।
পাইকুরাটি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল বলেন, শফিকুল ইসলাম আমার পরিষদের সদস্য। তিনি দীর্ঘ দিন ধরে বিভিন্ন চোরাচালানের সাথে জড়িত। তার এসব বিষয় আমি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাতেও উত্থাপন করেছি।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত ইউপি সদস্য শফিকুল ইসলামের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল না ধরায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, শুল্ক ফাঁকি দিয়ে রপ্তানিযোগ্য পণ্য ভারত সীমান্ত দিয়ে চোরাচালানের উদ্দেশে নিজ দখলে রেখে পরিবহন করার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
Leave a Reply