হবিগঞ্জ প্রতিনিধি :: মেডিকেল ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন তাজওয়ার হাসনাত তোহা। তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহাপুর গ্রামের মো. তোফায়েল আহমেদের ছেলে।
তার বাবা মো. তোফায়েল আহমেদ ও মা শামসুন্নাহার বেগম দুজনেই শায়েস্থাগঞ্জ উপজেলায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি বাবা মায়ের একমাত্র সন্তান। ত্বোহা শায়েস্তাগঞ্জ ইসলামীয়া একাডেমী থেকে এসএসসি ও ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।
ছেলের এমন ভালো ফলাফলের প্রতিক্রিয়ায় তোফায়েল আহমেদ বলেন, আমি চাই আমার ছেলে যেন শুধু ডাক্তার না হয়। সে যেন মানুষের মতো মানুষ হয়ে আমাদের মুখকে উজ্জ্বল করে। আমি আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
Leave a Reply