বিনোদন ডেস্ক :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।
মাহি বেশকিছুদিন ধরেই তৃণমূল পর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন। পথে নেমে আগুনঝরা বক্তৃতা দিতে দেখা যায় এই নায়িকাকে। অবরোধেও ছিলেন সক্রিয়। এবার জানান দিলেন সংসদ নির্বাচনে প্রার্থী হতে চান তিনি।
নায়িকা বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত যদি তৃণ পর্যায়ে যাচাই করা হয় তাহলে আমাকে মনোনয়ন দেয়া হবে। কারণ তৃণ পর্যায়ের আগ্রহের কারণেই আমি মনোনয়ন ফরম কিনেছি। আগামী ২০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেবো।
এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে উপনির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন মাহি। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি।
Leave a Reply