জাগ্রত সিলেট ডেস্ক :: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক নেহার রঞ্জন পুরকায়স্থের বাবা নীরেশ রঞ্জন পুরকায়স্থ পরলোক গমন করেছেন।
বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে সিলেট নগরীর রামের দীঘিরপাড়ের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে বুধবার বিকেল ৩টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়নের গহরপুর গ্রামের নিজ বাড়িতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।
মৃত্যুকালে নীরেশ রঞ্জন পুরকায়স্থ’র বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। মৃত্যুকালে ৪ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, নীরেশ রঞ্জন পুরকায়স্থ’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এছাড়া নীরেশ রঞ্জন পুরকায়স্থ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল। এক শোকবার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিক নেহার রঞ্জন পুরকায়স্থ’র বাবা একজন মানুষ গড়ার কারিগর ছিলেন। তাঁর এ মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক।
নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করেন।
Leave a Reply