রাহাদ হাসান মুন্না, তাহিরপুর :: ভাটির জনপদ হাওরবেষ্ঠিত এলাকা দেশের দ্বিতীয় রামসার সাইট সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বর্তমান সময়ে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। সেই টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন হিজল-করচ গাছের গোড়া থেকে মাটি সরে গিয়ে কয়েকশত গাছ উপড়ে পড়ার ঝুঁকিতে পড়েছে।
স্থানীয়রা জানান, বর্ষা হলেই টাঙ্গুয়ার হাওর এলাকার প্রতিটি কান্দা পানির নিচে চলে যায়। দীর্ঘদিন পানির নিচে থাকায় ওই কান্দাগুলোর মাটি নরম হয়ে পড়ে প্রতিবছর। ঠিক এই সময়ে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পায়। শত শত পর্যটক হিজল-করচ গাছের বাগানের পানিতে গোসল করে থাকেন। এসময় তাদের পায়ের আঘাতে গাছের গোড়া থেকে মাটি সরে যায়। যার ফলে করচ বাগানের শত শত গাছ এখন উপড়ে পড়ার ঝুঁকিতে রয়েছে। এমনকি বেশ কয়েকটি করচ গাছ উপড়ে পড়েছে।
জানা যায়, বৃক্ষপ্রেমী শিক্ষানুরাগী বাদাঘাট ইউনিয়নের সোহালা গ্রামের প্রয়াত জয়নাল আবেদীন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকাসহ হাওরের চারপাশের বেশ কয়েকটি কান্দায় সারিবদ্ধভাবে কয়েক হাজার হিজল-করচের চারা রোপণ করেন। ধীরে ধীরে হিজল করচের চারা বড় হয়ে বাগানে পরিণত হতে থাকে। এগুলো হাওরের সৌন্দর্য্য বৃদ্ধিসহ হাওরের পরিবেশের ভারসাম্য রক্ষা করতো। কিন্তু বর্তমানে হাওরটি অরক্ষিত থাকায় ও অব্যবস্থাপনার কারণে হিজল-করচ গাছগুলো অস্তিত্ব হারিয়ে ফেলার পথে রয়েছে। বিলীন হয়ে যাচ্ছে হাওরের চারপাশের কান্দাসহ হিজল-করচের বাগান। যেন দেখার কেউ নেই। এমন চিত্র দেখার পরেও বন সংরক্ষণ বিভাগ এখনও কোনোরকম উদ্যোগ নেয়নি।
গোলাবাড়ি গ্রামের বাসিন্দা খশরুল আলম বলেন, টাঙ্গুয়ার হাওরের প্রধান সৌন্দর্য্য হলো হিজল-করচের সবুজ সমাহার। যা দেখার জন্য মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন। বিশেষ করে বর্ষা এলেই টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন করচের বাগানে পর্যটকদের ভিড় জমে। পানিতে নেমে অনেকেই গোসল করেন। এসময় এখানকার মাটি নরম থাকায় পায়ের আঘাতে গাছের গোড়া হতে মাটি সরে যাওয়ায় শত শত গাছ ঝুঁকিতে পড়ে যায়। সামান্য বাতাস এলেই গাছগুলো পড়ে যায়। এ বিষয়টি আমাদের সবার মাথায় রাখা দরকার বলে আমি মনে করি। টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য্য ও ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
সুনামগঞ্জের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মো. নাজমুল আলম বলেন, আমি আমার রেঞ্জ অফিসারকে স্পটে পাঠাবো। তিনি দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, টাঙ্গুয়ার হাওরের গাছপালার ভারসাম্য ও সৌন্দর্য্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।
Leave a Reply